নেপালে সোনা চোরাচালান মামলায় চার চিনা নাগরিককে পাঁচ দিনের পুলিশি হেফাজত

কাঠমান্ডু, ১৬ আগস্ট (হি.স) : এক কুইন্টাল সোনা চোরাচালানের মামলায় ধৃত চার চিনা নাগরিককে পুলিশ পাঁচদিনের জন্য হেফাজতে নিয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে বুধবার অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে।

সোনা চোরাচালানের সঙ্গে জড়িত চার চিনা নাগরিককে গ্রেফতার করে আদালতে হাজির করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিআইবি)। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন চিনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি কুবের কাদায়ত জানিয়েছেন, সোনা চোরাচালানে ধৃত চার চিনা নাগরিকের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী । পুলিশের এক মুখপাত্র জানান, গ্রেফতারের পর তাকে কাঠমান্ডুর জেলা আদালতে হাজির করা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সিআইবির একজন তদন্তকারী কর্মকর্তা জানান, আজ রিমান্ডে নেওয়া চিনা নাগরিকদের ইতিমধ্যে পুলিশ রিমান্ডে থাকা অন্যান্য চিনা নাগরিকদের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, পুলিশ প্রথমে চিনে যাওয়ার সময় এক চিনা নাগরিককে বিমানবন্দর থেকে গ্রেফতার করে। তার বক্তব্যের ভিত্তিতে চিনা বংশোদ্ভূত একজন ভিয়েতনামি এবং একজন ভারতীয় পাসপোর্টধারীকে গ্রেফতার করা হয়। কয়েকদিন পর দাওয়া শেরিং নামে এক তিব্বতি নাগরিককেও গ্রেফতার করা হয়।