কলকাতা, ১৬ আগস্ট (হি স)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রর নিন্দনীয় ঘটনার প্রতি ধিক্কার জানিয়ে বুধবার থেকে শনিবার পর্যন্ত ১২ টা থেকে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার তরফ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
বিজেপি-র তরফে এ কথা জানিরে বলা হয়েছে, উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয়, রাজ্য এবং জেলার নেতৃবৃন্দ। যাদবপুর ৮বি মোড়ের কাছে এই সমাবেশ হবে।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন র্যাগিং সংক্রান্ত নিয়মকানুন মানা হয় না, তা জানতে চেয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শো-কজ করেছে।জাতীয় মানবাধিকার কমিশনও স্বতঃপ্রণোদিত হয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়েছে।