জনসংখ্যা, গণতন্ত্র ও বৈচিত্র্য দেশের স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতা রাখে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): বর্তমানে ভারতের রয়েছে জনসংখ্যা, গণতন্ত্র ও বৈচিত্র্য – দেশের স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতা রয়েছে এই তিনটির। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং বর্তমানে জনসংখ্যার দিক থেকেও শীর্ষস্থানীয় দেশ। এত বড় দেশ, আমার পরিবারের ১৪০ কোটি সদস্য আজ স্বাধীনতা দিবস উদযাপন করছে।” ৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে দিল্লির লালকেল্লার প্রাকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করেছেন। লালকেল্লা পৌঁছনোর আগে অনেক সকালেই রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে তিনি লালকেল্লা পৌঁছন।

৭৭-তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি সেই সমস্ত সাহসী হৃদয়ের প্রতি শ্রদ্ধা জানাই, যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজেদের অবদান রেখেছেন।…এবারের প্রাকৃতিক দুর্যোগ দেশের বিভিন্ন স্থানে অকল্পনীয় সংকট সৃষ্টি করেছে। আমি সমস্ত পরিবারের প্রতি আমার সহানুভূতি প্রকাশ করছি যারা এই ঘটনার সম্মুখীন হয়েছেন।” প্রধানমন্ত্রী বলেছেন, “জনসংখ্যা, গণতন্ত্র ও বৈচিত্র্য দেশের স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতা রাখে।.. দেশে সুযোগের কোনও অভাব নেই। অফুরন্ত সুযোগ দেওয়ার ক্ষমতা আছে দেশের।”

লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, “কোভিড-১৯ মহামারীর পরে, একটি নতুন বিশ্ব ব্যবস্থা, একটি নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ রূপ নিচ্ছে। ভূ-রাজনীতির সংজ্ঞা বদলে যাচ্ছে। এখন নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে ১৪০ কোটির সক্ষমতা দেখা যায়। এটা নিশ্চিত যে ভারতের সামর্থ্য এবং সম্ভাবনা আস্থার নতুন উচ্চতা অতিক্রম করতে চলেছে। আস্থার এই নতুন উচ্চতায় এগিয়ে যাবে নতুন সক্ষমতা। এখন ভারত জি-২০ শিখর সম্মেলন আয়োজনের সুযোগ পেয়েছে। ভারতের প্রতিটি কোণায় যেভাবে জি-২০-র বেশ কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে, তা বিশ্বকে ভারতের সাধারণ মানুষের ক্ষমতা, ভারতের বৈচিত্র্য সম্পর্কে সচেতন করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *