নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): হিংসা বিধ্বস্ত উত্তর-পূর্বের রাজ মণিপুরের জনগণের জন্য শান্তি আবেদন ও কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, মণিপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার সমাধান খোঁজার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা দিবসের বক্তৃতায় মণিপুরের জন্য শান্তি প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী মোদী।
৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে দিল্লির লালকেল্লার প্রাকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করেছেন। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। লালকেল্লার প্রাকার থেকে মণিপুরে শান্তির আবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “দেশ মণিপুরের জনগণের পাশে রয়েছে… সমাধান শুধুমাত্র শান্তির মাধ্যমেই পাওয়া যেতে পারে। কেন্দ্র ও রাজ্য সরকার সমাধানের জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে।”