মস্কো, ১৫ আগস্ট (হি.স) : রাশিয়ার একটি গ্যাস স্টেশনে আগুন লেগে ১২ জনের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় ৬০ জনের বেশি আহত হয়েছে। দু’টি শিশুও নিহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জন শিশু সহ ৬০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে শহরের মাখাছকলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, হাইওয়ের পাশে একটি অটো সারাইয়ের দোকান থেকে আগুনটি শুরু হয়ে পাশের গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে। এতে গ্যাস স্টেশনটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ জানিয়েছেন, আগুন এতটাই মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল যে দমকল কর্মীদের প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে তা নিয়ন্ত্রণে আনতে