তিরঙ্গা উত্তোলন সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল আরএসএস

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস-এর সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালেও। ৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর ভাসাভি কনভেনশন হল-এ জাতীয় পতাকা উত্তোলন করেছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। এই অনুষ্ঠানে বক্তব্যও রাখেন ডঃ ভাগবত।

৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছে আরএসএস। সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবতের উক্তি তুলে ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এক বার্তায় জানিয়েছে, “১৯৪৭ সালের ১৫ আগস্ট, বহু শতাব্দী পর আমরা আমাদের ইচ্ছানুযায়ী স্ব-শাসন প্রতিষ্ঠা করতে এবং স্ব-শাসনের ব্যবস্থা করতে সক্ষম হয়েছিলাম; আমাদের ব্যবস্থার অধীনে, আমাদের পতাকার নীচে, ভারতবর্ষের বিশাল এলাকা জুড়ে। এই স্বাধীনতা আমাদের দাসত্ব, কষ্ট এবং অবিরাম যুদ্ধের দীর্ঘ সময়ের কথাও মনে করিয়ে দেয়, যেটি ভারত সম্পূর্ণ স্বাধীনতার একমাত্র লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে লড়াই করেছিল। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে, বিদেশী শক্তির বিরুদ্ধে ভারতীয় জনগণের এই সংগ্রাম ছিল ব্যাপকভিত্তিক, ব্যাপক এবং সর্বাঙ্গীণ। সমাজের সকল শ্রেণী নিজেদের সামর্থ্য, শক্তি অনুযায়ী স্বাধীনতা আন্দোলনে অবদান রেখেছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *