আগরতলা, ১৫ আগস্ট: ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শহীদান দিবস। আজ আগরতলাস্হিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ।
এদিন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ বলেন, বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত ও জাতীয় শোক দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পাকিস্তানের ঘাতক বাহিনীর হাতে পরিবারের সদস্যদের সঙ্গে শহীদ হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।এদিন বাংলাদেশে এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।