রাঁচি, ১৫ আগস্ট (হি.স) : চাইবাসায় নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে সংঘর্ষে দুই জওয়ানের মৃত্যুর পর মঙ্গলবার তাদের দেহ রাঁচিতে আনা হয়েছে। সূত্রের তরফে জানা গিয়েছে, পশ্চিম সিংভূমের চাইবাসা জেলার টোটো থানা এলাকায় ঝাড়খণ্ড জাগুয়ারের সাব-ইন্সপেক্টর অমিত তিওয়ারি এবং কন্সটেবল গৌতম কুমারের সঙ্গে নকশালদের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুই জওয়ানের মৃতদেহ রাঁচিতে আনা হয়। রিমস হাসপাতালে দেহ দুটির ময়নাতদন্ত করা হয়। উল্লেখ্য, সোমবার গভীর রাতে কোলহান জঙ্গলে নকশালরা চাইবাসায় হামলা চালায়। নকশাল বাহিনী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে সাব-ইন্সপেক্টর অমিত তিওয়ারি এবং কন্সটেবল গৌতম নিহত হন। এদিন তাদের দেহ রাঁচিতে আনা হয়েছে।
2023-08-15