রক্তদানের চেয়ে বড় উপহার আর কিছুই নেই: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ আগস্ট : রক্তদানের চেয়ে বড় উপহার আর কিছুই নেই। পাশাপাশি, রক্তদানের মাধ্যমে দারুণ একটা সম্পর্কের বন্ধনও তৈরি হয়।সোমবার অরবিন্দের সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবসে ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ এবং ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে একথা বলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

এদিন তিনি বলেন,নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য বর্তমান সরকার নেশার বিরুদ্ধে আপোষ হীন নীতি নিয়ে কাজ করছে।