ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট।। রাজ্য দল ঘোষিত। আগামী ২৮ আগস্ট থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে জুনিয়র জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ বালক-বালিকা উভয় বিভাগে ত্রিপুরা দল অংশ নেবে বলে স্থির হয়েছে। সে অনুযায়ী অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের আহবানে উপযুক্ত জুডোকারা আজ, সোমবার টিটিএএডিসি জুডো হলে সিলেকশন ট্রায়ালে উপস্থিত হলে তাদের থেকে ১২ সদস্য বিশিষ্ট রাজ্য দল বাছাই করা হয়েছে। বালক বিভাগে ইমন দেববর্মা, হৃদয় সরকার, অভিজিৎ শীল, শায়ন রায়, তন্ময় দাস, মোহাম্মদ জাফর ইকবাক, মোহাম্মদ জাহিদ মিয়া। বালিকা বিভাগে দেবাঞ্জলি নাথ, অস্মিতা দে, সুয়েতা দাস, পূজা পাল, নাজমা আক্তার নির্বাচিত হয়েছে। অস্মিতা আন্তর্জাতিক পদক জয়ী। সে সিলেকশন ট্রায়ালে অংশ নিতে পারিনি, জাতীয় দলের শিবিরে রয়েছে বলে। যথাসময়ে রাজ্য দল দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হবে বলে অল ত্রিপুরা জুডো এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি তথা সিলেকশন কমিটির চেয়ারম্যান কিশোর দাস এক বিবৃতিতে বাছাইকৃত খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন।
2023-08-14