৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রস ক্রান্টির কমসূচির আয়োজন

আগরতলা, ১৪ আগস্ট : ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে উদ্যোগে সোমবার উমাকান্ত স্কুলের সামনে থেকে উন্মুক্ত ক্রস ক্রান্টির কমসূচি আয়োজন করা হয়েছে।এদিন আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ।

এদিন বালিকাদের মধ্যে তিন কিলোমিটার এবং বালকদের মধ্যে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।