আগরতলা ,১৪ আগস্ট : সারাদেশের সাথে রাজ্যের বিভিন্ন জায়গায় মেরি মাটি মেরা দেশ অভিযান শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ মহিলা কলেজে মেরি মাটি মেরা দেশ কর্মসূচি আয়োজন করা হয়েছে।ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাতে অমৃত কলসে বাটিকার মাটি সংগ্রহ করে তুলে দেওয়া হয়েছে।
এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, দেশ সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন এমন বীরদের সম্মান জানাতে নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায়
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করে অমৃত কলসে বাটিকার মাটি সংগ্রহ করে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ত্রিপুরার প্রতিনিধিরা।