নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স) : বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা হিমাচল প্রদেশের পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং হিমাচল প্রদেশের বিজেপি সভাপতি রাজীব বিন্দালের সঙ্গেও আলোচনা করেন জেপি নাড্ডা। হিমাচলে বৃষ্টিপাত ও ভূমিধসের ফলে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন নাড্ডা।
জে পি নাড্ডা হিমাচল প্রদেশকে সবরকমের সহযোগিতার আশ্বাসও দেন। শুধু তাই নয়, জেপি নাড্ডা হিমাচলে বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান। নাড্ডা টুইট করে জানান, হিমাচল প্রদেশের সালান জেলার জাদন গ্রামে মেঘ ভাঙা বৃষ্টি এবং সিমলায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ফলে বহু মানুষের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও লেখেন, ‘আমি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, ঈশ্বর সবাইকে শক্তি দিক।
এই দুর্যোগের সময়ে, বিজেপির প্রতিটি কর্মী হিমাচলের মানুষের সেবায় নিবেদিত। বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’