আগরতলা ,১৪ আগস্ট : হুক লাইনকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে আক্রান্ত অন্য এক প্রতিবেশী। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা কালাবান্দিটিলা এলাকায়। আক্রান্ত যুবকের নাম মঞ্জু চাকমা। বর্তমানে সে চিকিৎসাধীন। থানায় লিখিত অভিযোগ করার পরও অধরা আক্রমণকারীরা।
ঘটনার বিবরনে জানা যায়, ছৈলেংটা কালাবান্দি টিলার বাসিন্দা চন্দ্র মানিক্য চাকমা সহ এই এলাকার বেশিরভাগ মানুষই হুক লাইন ব্যবহার করে বিদ্যুৎ পরিষেবা নিচ্ছে দিনের পর দিন। গত ১০ আগষ্ট একজনের হুক লাইন পরে যায় বিদুৎবাহী তার থেকে। চন্দ্র মানিক্য চাকমা ও সুর্য মানিক্য চাকমা সন্দেহ করে প্রতিবেশী মঞ্জু চাকমা হয়ত হুক লাইন নামিয়ে দিয়েছে। যার জন্য সন্দেহ মুলকভাবে মঞ্জু চাকমার উপর চড়াও হয় চন্দ্র মানিক্য ও সুর্য মানিক্য। রড দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করে তাকে । রডের আঘাতে মঞ্জুর পাঁ ভেঙে যায়। বুকেও প্রচন্ড আাঘাত লাগে। তড়িঘড়ি তাকে ছৈলেংটা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ১০ তারিখ রাএিবেলাতেই ছৈলেংটা থানায় মামলা করতে গেলে থানা থেকে বলা হয় সকালে আসার জন্য। এরপরের দিন সকালে গিয়ে মামলা করার পরও এখনো আসামি অধরা। যার ফলে পুনরায় আক্রমণের ভয়ে আতঙ্কিত মঞ্জুর পরিবার। কোন অদৃশ্য কারণে ছৈলেংটা থানা অভিযুক্তদের গ্রেপ্তার করছে না তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে।
2023-08-14

