উপ নির্বাচন নিয়ে বিজেপির বৈঠক, প্রার্থী তালিকা চূড়ান্ত

আগরতলা ,১৪ আগস্ট : ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সোমবার অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক। প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের কোর্ডিনেটর সম্বিত পাত্রা, মন্ত্রী রতন লাল নাথ, কেন্দ্রিয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ নির্বাচনী কমিটির অন্যান্য সদস্য সদস্যারা।রুদ্ধদ্বার বৈঠকে প্রার্থীর নাম চূড়ান্ত করা নিয়ে চুল চেরা বিশ্লেষণ হয়। পরে সকলের সম্মতিতে দুই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। প্রার্থীর নাম চূড়ান্ত করার পর সাংগঠনিক নিয়ম মেনে নামের তালিকা অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয় পার্লামেন্টারি কমিটির নিকট। এইদিকে বৈঠক থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য ১৭ আগস্টের পূর্বে প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হবে। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান এইদিন প্রদেশ বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সিদ্ধান্ত গুলির বিষয়ে কেন্দ্রীয় পার্লামেন্টারি কমিটিকে অবগত করা হয়েছে। পার্লামেন্টারি কমিটিতে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তারপর সবকিছু ঘোষণা করা হবে। অপরদিকে মন্ত্রী রতন লাল নাথ জানান ধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেবে। বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন লোকসভা নির্বাচনের পর বামফ্রন্ট চতুর্থ স্থানে চলে যাবে। ধনপুর ও বক্সনগর কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত।
তবে কত ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীরা জয়ী হয় সেটাই দেখার বিষয়। ১৬ আগস্টের মধ্যে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি। ধনপুর ও বক্সনগর কেন্দ্রে কে কে বিজেপির প্রার্থী হচ্ছেন সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত হয়ে গেছে। আগামী এক দুই দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে প্রার্থীদের নাম। ১৭ আগস্ট দুই কেন্দ্রের জন্য মনোনীত বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে। এখন দেখার বিজেপির প্রার্থী তালিকায় কোন চমক রয়েছে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *