নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে ১৯৪৭ সালে ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে ভাগ হয়েছিল ভারত। সেদিন ১৪ আগস্ট জন্ম নেয় নতুন রাষ্ট্র পাকিস্তান। পরের দিন ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়। এই ১৪ আগস্ট দিনটিকে ভারতে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ হিসাবে পালন করা হয়। এই ঐতিহাসিক দিনের নেপথ্যে রয়েছে বিভাজনের এক করুণ স্মৃতি। আজ ১৪ আগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’-কে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
২০২১ সাল থেকে পালিত হচ্ছে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’। সেবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটি পালনের ঘোষণা করেন। সোমবার দেশভাগের সময় যাঁরা নিহত হয়েছেন, যাঁরা আত্মবলিদান দিয়েছেন তাঁদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ নিয়ে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘ বিভাজন বিভীষিকা স্মরণ দিবস সেই সমস্ত ভারতীয়দের স্মরণ করার উপলক্ষ্য যাঁরা দেশভাগের সময় নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’ মোদী আরও লেখেন,’এই দিনটি মনে করিয়ে দেয় যে, যাঁরা বাস্তুচ্যুত হওয়ার যন্ত্রণা সহ্য করতে বাধ্য হয়েছিলেন তাঁদের কষ্ট ও সংগ্রামের কথা। আমি এমন সব মানুষকে স্যালুট জানাই।’
দেশের বিভিন্ন অংশে এদিন ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালিত হচ্ছে। উত্তর প্রদেশের ৭৫ টি জেলাতেই এদিন দেশভাগের যন্ত্রণাকে বুকে নিয়ে পালিত হচ্ছে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’। নানান সরকারি অনুষ্ঠানের মধ্য দিয়ে তা পালন হচ্ছে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও এই দিনটি পালিত হচ্ছে।