বালুরঘাট, ১৩ আগস্ট (হি. স.) : কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে। এরই প্রতিবাদে রবিবার দুপুরে বালুরঘাট-হিলি মোড় সংলগ্ন নারায়ণপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস ও কংগ্রেস সেবা দল কমিটি।
এদিন অবরোধের জেরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে বালুরঘাট শহরে। পৌঁছোয় বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী। প্রায় আধঘণ্টা পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। স্বাভাবিক হয় যান চলাচল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি অঞ্জন চৌধুরী, সেবা দলের রাজ্য সভাপতি রাহুল পান্ডে সহ অন্যান্যরা। অবিলম্বে অধীর রঞ্জন চৌধুরীর সাসপেনশন তুলতে হবে, তা না হলে আগামীদিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি।