আগরতলা, ১৩ আগস্ট : ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়। তারপর থেকে প্রতি বছর ১৫ আগস্ট দেশ জুড়ে স্বাধীনতা দিবস পালন করা হয়। মাঝে আর একটি দিন। তারপরই স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী দেশের অভ্যন্তরে অশান্তি ছড়ানোর চেষ্টা করবে তা যেমন বলার অপেক্ষা রাখে না,তেমনি বিদেশি শত্রুও দেশের মধ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করবে।তাই স্বাধীনতা দিবসকে সামনে রেখে ইতিমধ্যে সিমান্ত এলাকায় বৃদ্ধি করা হয়েছে নজরদারি। ত্রিপুরা রাজ্যের তিন দিকে রয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ সিমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা দিবারাত্র সিমান্ত এলাকায় নজরদারি চালিয়ে যাচ্ছে। কাটা তারের ওপারে ভারতীয় ভূখণ্ডে থাকা ভারতীয়রা তার কাটার এই পারে আসার ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। চেকিং করে তার কাটার ঐ পারে থাকা ভারতীয় নাগরিকদের তার কাটার এই পারে আসতে দেওয়া হচ্ছে। সাংবাদিকদের ক্যামেরায় ফুটে উঠে বিএসএফ জওয়ানরা বন্দুক হাতে সিমান্ত এলাকায় টহলদারি চালাচ্ছে। যাতে করে সীমান্ত অতিক্রম করে এসে রাজ্যের মধ্যে কোন জঙ্গি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংগঠিত করতে না পারে।
2023-08-13