ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।। শহর দক্ষিণাঞ্চলের বাধারঘাটস্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে জমজমাট ফুটবল টুর্নামেন্ট ব্যাপক আনন্দ উত্তেজনার মধ্য দিয়ে রবিবারে শেষ হয়েছে। স্থানীয় দল “মা অন্নপূর্ণা ফুটবল ক্লাব” সুমিত ধানুকের জয় সূচক গোলে চ্যাম্পিয়ন হয়ে সুদৃশ্য বৃহৎ আকৃতির গোল্ডেন ট্রফি সহ ১০ হাজার টাকার প্রাইজমানি জিতে নিয়েছে। প্রায় ৩০ কিমি দূর থেকে আগত মধুপুর ফুটবল ক্লাব রানার্স খেতাব পেয়েও সুদৃশ্য ট্রফির পাশাপাশি এবারের মত ৭ হাজার টাকা প্রাইজ মানিতে সন্তোষ প্রকাশ করলেও কার্যত আসছে বছর আরো ভালো খেলার অঙ্গীকার করেই মাঠ ছেড়েছেন ফুটবলাররা। উদ্যোক্তা দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের দুদিন ব্যাপী ২২ দলীয় এই টুর্নামেন্টের আয়োজন সামগ্রিকভাবেই ক্রীড়া মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। চূড়ান্ত পর্বের খেলায় প্রথম সেমিফাইনালে মা অন্নপূর্ণা ফুটবল ক্লাব আয়োজক গুড মর্নিং ফুটবল ক্লাব এ দলকে টাই-ব্রেকারে চার-তিন গোলে হারিয়ে এবং দ্বিতীয় সেমিফাইনালে মধুপুর ফুটবল ক্লাব শ্রীপল্লী ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল। দর্শকাকীর্ণ বাধার ঘাট স্টেডিয়ামে জমজমাট ও ব্যাপক উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের শেষে পড়ন্ত বিকেলে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যতম স্পন্সরর তথা অর্গানাইজিং কমিটির যুগ্ম কনভেনার গৌতম ব্যানার্জি, বিরুপাক্ষ চৌধুরী, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সচিব সুপ্রভাত দেবনাথ, সিদ্ধার্থ সরকার, শান্তিপদ দে প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সেরা গোলরক্ষক হিসেবে সুমন দে, সেরা স্ট্রাইকার দ্বীপ দে, ম্যান অফ দ্যা ম্যাচ সুমিত ধানুক সুদৃশ্য ট্রফি পেয়ে এতটাই আপ্লুত, আগামী দিনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার কথা দিয়ে ঘরে ফিরেছেন। ঐতিহ্যবাহী স্পোর্টস কমপ্লেক্সে বিপুল অর্থ রাশি সম্বলিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে সাফল্যমন্ডিতভাবে শেষ হওয়ায় উদ্যোক্তাদের পক্ষ থেকে যুগ্ম কনভেনর গৌতম ব্যানার্জি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
2023-08-13