প্রেমিকার বাড়ির পিছন থেকে উদ্ধার প্রেমিকের ঝুলন্ত দেহ

হুগলি, ১২ আগস্ট (হি. স.) : শনিবার প্রেমিকা বাড়ির পিছন থেকে উদ্ধার হল প্রেমিকের ঝুলন্ত দেহ। যুবক মৃত্যু ঘিরে রণক্ষেত্র হুগলির চকবাজার পাংগাটুলি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় এলাকায়।

শেখ হায়দার ও রেখা দাস অনেকদিন একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। গত ২৭ দিন ধরে দুজনকেই পাওয়া যাচ্ছিল না। শেখ হায়দারের পরিবার থানায় তাদের নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়। কিন্তু তাদের কোনও হদিশ মেলেনি।

সূত্রের খবর, দুদিন আগে রেখা দাস নিজের বাড়ি ফিরে আসেন। হায়দারের পরিবারের লোকজন তাঁকে জিজ্ঞাসা করলে, সে জানায় হায়দারের কোনও খোঁজ তাঁর কাছে নেই। শনিবার সকালে রেখার বাড়ি একজন খবর দেয় হায়দার মারা গিয়েছে। তারপর এলাকার মানুষজন দেখতে পান একটা দড়ির সঙ্গে হায়দার রেখা দাস এর বাড়ির পিছন দিকে ঝুলছে।

তারপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এলাকাবাসীসহ হায়দারের পরিবারের অভিযোগ রেখা দাস এর পরিবারই হায়দারকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল‍্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এলাকাজুড়ে। পুলিশ একজনকে আটকও করে। জনতা ভাঙচুর চালায় এলাকা এলাকার পরিস্থিতি অশান্ত। ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *