আগরতলা, ১২ আগস্ট : এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে অভিযানে নামল সদর মহকুমা প্রশাসন। শনিবার সদর মহকুমা প্রশাসনের আধিকারিক ডুকলি আগরতলা বড়জলা, পূর্ব সার্কেলের ডিসিএমরা অভিযানে নামেন। এদিন প্রথমে রাজধানীর সিটি সেন্টার, আইজিএম চৌমুহনীতে এই অভিযান অভিযান চালানো হয়। এরপর মহারাজগঞ্জ বাজারেও অভিযান চালানো হয়। এদিক মহারাজগঞ্জ বাজার থেকে ৭০ কেজি এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিক উদ্ধার করা হয়েছে। এদিকে বাজারে পৌঁছাতেই সবজি ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে আধিকারিকদের। এদিক ১০ হাজার টাকার বেশি ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন আধিকারিকরা।
2023-08-12