কলকাতা, ১২ আগস্ট (হি. স.) : যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভ চৌধুরীকে ২২ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিলেন বিচারক।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে শনিবার দুপুরে আদালতে হাজির করানো হয়। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং ছাত্রাবাসের আবাসিক সৌরভকে গ্রেফতার করা হয়। পুত্রের মৃত্যুতে অভিযোগপত্রে সৌরভের নাম উল্লেখ করেছিলেন স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু।
কিন্তু স্বপ্নদীপের মৃত্যুর পর দু’দিন কেটে গেলেও এখনও সব প্রশ্নের উত্তর মেলেনি। বরং সময় যত এগোচ্ছে, তত নতুন নতুন প্রশ্ন উঠে আসছে।এখনও পর্যন্ত মোট চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, যার উত্তর অধরা।

