নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০২৩-এর ব্যক্তিগত ডিজিটাল তথ্য সুরক্ষা বিলে সম্মতি দিয়েছেন। এই বিলটি লোকসভায় ৭ আগস্ট পাশ হয়েছে। রাজ্যসভায় এটি সর্বসম্মতিক্রমে ৯ আগস্ট পাশ হয়েছে। ডিজিটাল জগতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং ব্যক্তিগত পরিসরকে রক্ষার সংস্থান রয়েছে এই বিলে। পাশাপাশি বলা হয়েছে, কোনও ব্যক্তির সম্মতি নিয়ে তাঁর ব্যক্তিগত তথ্য বৈধ কাজে ব্যবহার করা যেতে পারে।
ভারতে তথ্য সুরক্ষা বোর্ড গঠনেরও বিধান রয়েছে এতে। ব্যক্তিগত তথ্য লঙ্ঘনের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে এই বোর্ড। প্রয়োজনে কোনও ব্যক্তিকে তাঁর দেওয়া ব্যক্তিগত তথ্য সংশোধন ও আপডেট কিংবা মুছে ফেলার অধিকার দেওয়া হয়েছে এই বিলে।