জুডো-‌র সিলেকশন ট্রায়াল আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।।দিল্লিতে অনুষ্ঠিত হবে জাতীয় জুনিয়র জুডো প্রতিযোগিতা। ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত আসর চলবে দেশের রাধানীর ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে। আসরে অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে ত্রিপুরা দলের নির্বাচনী শিবির হবে ১৪ আগস্ট। ওই দিন বিকেল ৩ টায় হবে নির্বাচনী শিবির। ৮ জন বালক এবং ৮ জন বালিকা জুডোকারদের নির্বাচিত করা হবে। রাজ্য জুডো সংস্থার যুগ্ম সচিব কিশোর দাস এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *