কলকাতা, ১২ আগস্ট (হি. স.) : উত্তর ২৪ পরগণার ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) রুপোর আড়ালে সোনা পাচার রুখলো।
শনিবার কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী কর্তৃক জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, পেট্রাপোলে সীমান্ত ফাঁড়িতে রুপোর আড়ালে সোনার ব্রেসলেটসহ একজন বাংলাদেশি যাত্রীকে ধরা হয়েছে। যার ওজন ৯৮.২০০ গ্রাম এবং দাম প্রায় ৫ লাখ ৭৬ হাজার ৪৩৪ টাকা। ধৃত পাচারকারীর নাম মোহাম্মাদ ইসলাম, যিনি বাংলাদেশের বাসিন্দা।
বিএসএফকে ফাঁকি দেওয়ার জন্য, সোনার ব্রেসলেটটির উপর রুপোর আস্তরণ দিয়েছিল। জেরায় পাচারকীর স্বীকার করেছেন, তিনি একজন ব্যবসায়ী এবং নিয়মিত কলকাতার নিউ মার্কেটে কাপড় কিনতে আসেন। এখানেই তিনি সোনা চালান করতে যাচ্ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।