ত্রিপুরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান 

আগরতলা,১২ আগস্ট: শনিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। 

এদিন শিবিরে রাজ্যের কর্মরত সাংবাদিকরা স্বেচ্ছায় রক্তদান করেন।এদিন মুখ্যমন্ত্রী বলেন,বর্তমান সরকার জনগণের সার্বিক বিষয় নিয়ে চিন্তা করে।জনগণকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।