ছাত্র ছাত্রীদের পরিচয় পত্র দেওয়ার নামে নানা তালবাহনার অভিযোগ বিদ্যালয়ের বিরুদ্ধে

আগরতলা ,১১ আগস্ট : ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ের পরিচয় পত্র দেওয়ার নামে নানা তালবাহনার অভিযোগ ওঠেছে কাঞ্চনপুর মহকুমার রবীন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কতৃপক্ষের বিরুদ্ধে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অভিভাবকদের অভিযোগ পরপর দুইটি শিক্ষা বর্ষের ছাত্র ছাত্রীদের আই কার্ড বা পরিচয় পত্র দেওয়ার নামে পঞ্চাশ টাকা করে অর্থ আদায় করা হয়েছে। অথচ আই কার্ড দেওয়া হচ্ছে না । জানা গেছে বিদ্যালয়ের মোট ছাত্র ছাত্রী সংখ্যা চারশ এর অধিক । হিসেব অনুযায়ী ছাত্র ছাত্রীদের কাছ থেকে দুই বছরে মোট চল্লিশ হাজার টাকা আদায় করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ ২০২৩ইং শিক্ষা বর্ষের শেষের দিকে এসেও ছাত্র ছাত্রীরা পরিচয় পত্র পাচ্ছেন না। ফলে  ছাত্রছাত্রিদের কাছ থেকে আদায় করা টাকা স্কুল কর্তৃপক্ষ গায়েব করে দিয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। এদিকে  অভিভাবকদের দাবি স্থানীয় বাজার থেকে  ছাত্রছাত্রীদের একটি কমপ্লিট পরিচয় পত্র কিনতে  ১৫ টাকা লাগে । অথচ স্কুল কর্তৃপক্ষ  পঞ্চাশ টাকা করে আদায় করেছে গরীব গ্রামীন এলাকার  ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। বিদ্যালয়ের কতৃপক্ষের চাপে অভিভাবকরা বাধ্য হয়ে ৫০ টাকা করে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। অথচ গত দুই বছর ধরে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করার পরও কোন পরিচয়পত্র  দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় অভিভাবকদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে ।রবীন্দ্রনগর এলাকার অভিভাবকরা এই ব্যাপারে জানিয়েছেন ২০২২ এবং ২০২৩ শিক্ষাবর্ষে টাকা নেওয়া হলেও ২০২৩ শিক্ষাবর্ষ শেষ হওয়ার পথে তারপরও এখন পর্যন্ত কোন ছাত্র-ছাত্রীদের পরিচয় পত্র দেওয়া নিয়ে তালবাহনা করছে। এই ব্যাপারে  স্কুলের প্রধান শিক্ষক বঙ্কিম দেবনাথ কে জিজ্ঞাসা করলে তিনি জানান বিষয়টি তার স্কুলের  যতিশ চাকমা নামে এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে । ওই শিক্ষকের সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানাবেন বলে বিষয়টি এড়িয়ে যান তিনিও। এছাড়া  প্রধান শিক্ষক বঙ্কিম দেবনাথ  জানান ছাত্র-ছাত্রীদের নাকি ডাটা এন্ট্রি গত দু’বছরেও স্কুল কর্তৃপক্ষ সংগ্রহ করতে পারেনি।nতাই  পরিচয় পত্র এখনো পর্যন্ত দেওয়া হয়নি। অভিভাবক মহল এই অজুহাত শুনে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন । কেন না দেখা যাচ্ছে মহকুমার পাশাপাশি অন্যান্য স্কুলের   ছাত্র-ছাত্রীদের শিক্ষাবর্ষের শুরুতেই পরিচয় পত্র দিয়ে দিয়েছেন । কিন্তু ব্যাতিক্রম রবীন্দ্রনগর দ্বাদশ শ্রেণি স্কুল কর্তৃপক্ষ।  গত দুই বছরেও ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রায় চল্লিশ হাজার টাকা আদায় করার পরও পরিচয় পত্র প্রদান করতে পারছে না যাকি না হাস্যকর মনে হচ্ছে অভিভাবক মহলের। তাছাড়া  অভিভাবকদের অভিযোগ পাওয়ার পরও প্রধান শিক্ষক তার স্কুলের শিক্ষক যতিশ চাকমাকে কেন শোকজ করেননি তা নিয়ে জনমনে প্রশ্ন ওঠছে। পাশাপাশি  ছাত্র-ছাত্রীদের কাছ কোন হিসেবে ৫০ টাকা করে সংগ্রহ করা হয়েছে তানিয়েও অভিযোগের আঙুল তুলছেন অভিভাবকরা। তাই সম্পুর্ন ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি উঠেছে সমগ্ৰ অভিভাবক মহল থেকে।