স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের নির্দেশ রাজ্যপালের

কলকাতা, ১১ আগস্ট (হি স)। এবার রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়! স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে পদ থেকে সরানোর নির্দেশ দিলেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। শুক্রবার রাজভবন সূত্রে এই খবর জানা গিয়েছে।

অভিযোগ ও প্রশ্ন উঠেছে, ইউজিসি’র নিয়ম মেনে উপাচার্য হিসেবে নিযুক্ত হননি সুহৃতা পাল। তাহলে কেন তাঁকে সরানো হবে না? এই প্রশ্ন তুলে ৭২ ঘণ্টার মধ্যে উপাচার্যকে জবাব দিতে বলেছিলেন আচার্য বোস। উপাচার্য উত্তরে জানিয়েছিলেন জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন তিনি উপাচার্যের জবাবে সন্তষ্ট হননি। এরপরই স্বাস্থ্য সচিবকে রাজভবনের তরফ থেকে উপাচার্যকে সরানোর কথা জানিয়ে দেওয়া হয়েছে।

রাজ্য বনাম রাজভবন সংঘাত ক্রমশ বেড়ে চলেছে। শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা দফতরের ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বারবার বিরোধ দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আচার্য হিসাবে রাজ্যপালকে মান্যতা দিতে চান না প্রাক্তন উপাচার্যদের একাংশ। মুখ্যমন্ত্রীকেই সেই পদে রাখার দাবি তুলেছেন তাঁরা। আবার এর বিরোধী একা অংশ তৈরি হয়েছে শিক্ষাবিদ মহলে।

উল্লেখ্য, ২০০৪ সালে এ রাজ্যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় তৈরি হয় । সেই সময় উপাচার্য নিয়োগের জন্য একটি সার্চ কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির সুপারিশ অনুযায়ীই নিয়োগ হত। তাতে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র কোনও প্রতিনিধি। ২০১৩ সালে আইন সংশোধন হয়। এরপর বাদ পড়ে ইউজিসির প্রতিনিধি।সেই নতুন সার্চ কমিটিই নিয়োগ করেছিল সুহৃতা পালকে।