আগরতলা ,১১ আগস্ট : আদিবাসী দিবস কে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এরই অঙ্গ হিসেবে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার নেতৃত্বে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বরা আদিবাসী গৌরব মহাসভা দিবসকে সামনে রেখে আদিবাসী জনগোষ্ঠীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক এই তিনটি বিষয় নিয়ে আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন। এদিনের এই সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন কংগ্রেস নেতৃত্বরা। কিভাবে আদিবাসী জনগোষ্ঠীকে আরো শক্তিশালী করা যায় সেই বিষয়েও এদিন আলোচনা হয়। মতবিনিময় এর পর আদিবাসী নেতা প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মার বাড়িতে দুপুরের ভোজন করেন নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস সম্পাদিকা জারিতা লাইতফ্লাং, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন সভাপতি দীবাচন্দ্র রাঙ্খল, আদিবাসী নেতা শব্দ কুমার জমাতিয়া, আদিবাসী কংগ্রেস সেলের চেয়ারম্যান স্যামসং দেববর্মা, এসসি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ অন্যান্যরা।
2023-08-11