নুহ, ১১ আগস্ট (হি.স.): ধীরে ধীরে হলেও শান্তি ফিরছে হরিয়ানার নুহ জেলায়। দীর্ঘদিন পর শুক্রবার নুহ জেলায় খুলল স্কুল। একটি শোভাযাত্রাকে ঘিরে সাম্প্রদায়িক হিংসায় গত মাসে অশান্ত হয়ে উঠেছিল হরিয়ানার নুহ। অশান্তির আগুন গুরুগ্রাম-সহ অন্যত্র ছড়িয়ে পড়েছিল। গত ৩১ জুলাই থেকে স্কুল বন্ধ ছিল নুহ-তে, অবশেষে শুক্রবার স্কুল খুলেছে নুহ জেলায়।
অভিভাবকদের সঙ্গে এদিন স্কলে এসেছে পড়ুয়ারা। মডেল সংস্কৃতি স্কুলের প্রিন্সিপাল রবীন্দর জৈন বলেছেন, প্রাথমিকের কিছু পড়ুয়া এদিন স্কুলে এসেছে, তবে বড় ক্লাসের পড়ুয়ারা স্কুলে আসেনি। ১৫ আগস্ট স্বাধীনতা সংগ্রামের কর্মসূচিতে অংশ নেওয়া পড়ুয়ারা এসেছে। প্রশাসনের দ্বারা এটি একটি সদর্থক পদক্ষেপ।

