করম ছড়ায় পালিত মেরি মিট্টি মেরা দেশ কর্মসূচি

আগরতলা ,১১ আগস্ট : স্বাধীনতার অমৃতমহোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে দেশব্যাপী মেরি মিট্টি মেরা দেশ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অমৃতবাটিকা নির্মাণের জন্য অমৃত কলসে দেশের বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করে দেশের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হবে। এই উপলক্ষ্যে বিজেপি যুবমোর্চার উদ্যোগে করমছড়া নিধানসভার অন্তর্গত নালকাটা এ ডি সি ভিলেজের ৫টি ওয়ার্ড নিয়ে  বসুধাবন্ধন এবং অমৃতবাটিকা নির্মাণের জন্য অমৃত কলসিতে মাটি সংগ্রহ করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যুবমোর্চা সভাপতি সঞ্জীত দেববর্মা যুব মোর্চার কর্মীদের সঙ্গে নিয়ে  নালকাঁটার ৫টি ওয়ার্ডে  গিয়ে মাটি সংগ্রহ করেন। যুব মোর্চার সভাপতি জানান যুব মোর্চার উদ্যোগে করমছড়া বিধানসভার প্রতিটি এডিসি ভিলেজে এই কর্মসূচি লাগাতর  চলতে থাকবে।  আগামী ২২ আগষ্ট অমৃত ভাটিকা নির্মাণের জন্য মাটি ভর্তি অমৃত কলস নিয়ে তারা দিল্লি যাবেন।