ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।।ক্যারাটে ম্যারাথন দৌড়। হবে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিনে। ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার উদ্যোগে। আশ্রম চৌমুহনী থেকে মোটর স্ট্যান্ড হয়ে ৪ কি মি ওই দৌড় শেষ হবে শুরুর স্থানে। ওই দিন সকাল সাড়ে ৬ টায় শুরু হবে ম্যারাথন। অংশগ্রহণে ইচ্ছুক রাজ্যের সকল অংশের ক্রীড়ামোদীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য উদ্যোক্তা সংস্থার পক্ষে সচিব কৃষ্ণ সূত্রধর এখবর জানিয়েছেন।
2023-08-11

