আগরতলা ,১১ আগস্ট : আমবাসা থানার পুলিশের হাতে উদ্ধার প্রায় ২৫ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা। আমবাসা বেতবাগান স্থিত নাকা পয়েন্টে আগরতলা দিক থেকে আসা এএস০২সিসি০৭৯৩ নম্বরের একটি পণ্যবাহী লরিতে তল্লাশি চালিয়ে পুলিশ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা জানিয়েছেন, শুক্রবার গাড়িটি তল্লাশি চালিয়ে ৮৩ প্যাকেটে মোট ২৫৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানায় পুলিশ। পাশাপাশি গাড়িতে থাকা দুজন চালককে আটক করে পুলিশ।তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ