আগরতলা,১০ আগস্ট: আজ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের জেলা ভিত্তিক কর্মশালায় অংশগ্রহণ করেছে মন্ত্রী টিংকু রায়।
এর পাশাপাশি আজ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা বালিকা মঞ্চের শুভ উদ্বোধন করেন তিনি।
এদিন টিংকু রায় বলেন, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কন্যাসন্তানের সঠিক লালন-পালন, শিক্ষাদান, যত্ন ও সর্বাঙ্গীণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য জনগণকে আবেদন জানিয়েছেন।