জম্পুই পাহাড় জুড়ে আতঙ্ক, বড় বড় ফাটলের মিলছে না সুরাহা, গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরে হওয়ার আদেশ মহকুমা প্রশাসনের

জিওলজিক্যাল সার্ভের প্রযুক্তিবিদরা ব্যার্থ। জম্পুই পাহাড়ের ত্লাক্সি গ্রামের বিভিন্ন স্থানে বিশাল ফাটলের মিলছে না কোন সুরাহা  । ভয়াবহ পরিস্থিতিতে গোটা জম্পুই পাহাড়  জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । পরিস্থিতি বেগতিক দেখে বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মহকুমা শাসকের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে । ক্ষতিগ্ৰস্থ গ্রামবাসিরা ভয়ে নিরাপদ স্থানে চলে গিয়েছে । এদিকে বুধবার জম্পুই পাহাড়ে সেচ্ছাসেবক টিম পাঠানো হয়েছে। ল্যন্ডসলাইটের কারণে কোন ধরণের দুর্ঘটনা ঘটলে তড়িঘড়ি উদ্ধার কাজ চালানোর জন্যই আগে থেকেই সেচ্ছাসেবক দলকে তৈরি রাখা হয়েছে। অপরদিকে কাঞ্চনপুর থেকে জম্পুই যাওয়ার রাস্তা মরন ফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় জম্পুই যাওয়ার পথে পাহাড়ের উপর থেকে ধস পড়তে পারে বলে আশংকা দেখা দিয়েছে। ইতিমধ্যেই ত্লাক্সি গ্রামের ক্ষতিগ্ৰস্থ পরিবার গুলি বুধবার এলাকা ছেড়ে চলে গেছে । এই ঘটনায় গোটা জম্পুই জুড়ে এখন আতংক বিরাজ করছে । এদিকে ভারত সরকারের নির্মাণ সংস্থা এন এইচ আই সি ডি এলের স্থানীয় প্রকৈশলীরা জানায় পাহাড়ের মাটি লুস মাটির   জন্য  এই অবস্থা হচ্ছে বলে তারা মনে করছে ।  এন এইচ এস আই ডি সি এলের রিপোর্ট  অনুযায়ী জানা যায় প্রযুক্তিবিদরা এসে ফাটল সম্পর্কে কোন সুরাহা করতে পারছে না।  অপরদিকে জম্পুই পাহাড়ের ফাটল ক্রমশ বেড়েই চলছে ।  এখন পর্যন্ত আটটি পরিবার পুরোপুরি সর্বস্বান্ত হয়ে গেছে । ঘরের ওয়াল ভেঙ্গে সম্পুর্ন বসত বাড়িই তলিয়ে যাচ্ছে। এভাবে চৌদ্দপুরুষের বসবাস করা বাড়ি তলিয়ে যেতে দেখে কান্নায় ভেঙ্গে পড়ছেন গ্ৰামবাসী। কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতা চোখের সামনে সবই নীরবে সহ্য করতে হচ্ছে ত্যালকসী বাসীকে।