গোলাঘাটে গ্ৰামরক্ষী বাহিনীর হাতে উদ্ধার ২১টি চোরাই গরু, আটক দুটি ট্রাক সহ চার ব্যক্তি


গোলাঘাট (অসম), ১০ আগস্ট (হি.স.) : অসমের বিভিন্ন প্রান্তের পাশাপাশি গোলাঘাট জেলায়ও এখনও চলছে চোরাই গরুর অবৈধ ব্যবসা৷ এর সর্বশেষ ঘটনা সংঘটিত হয়েছে আজ ভোরে গোলাঘাটের কমারবন্ধা থানা এলাকার কাবরুগাঁওয়ে।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ ভোরে গ্রামরক্ষী বাহিনীর হাতে ২১টি চোরাই গরু উদ্ধার হয়েছে। এর সঙ্গে গরু পাচারে ব্যবহৃত দুটি ট্রাক সহ চারজনকে আটক করেছে বাহিনী। গরু ও দুটি ট্রাক সহ চার ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামরক্ষী বাহিনী।
জানা গেছে, দক্ষিণহেঙেরা ও শতজান থেকে মেরাপানিতে এএস ০৫ এসি ৩৮৭২ এবং এএস ১২ বিসি ২১০১ নম্বরের দুটি ট্রাকে করে ২১টি গরু পাচার করা হচ্ছিল৷ গ্রামরক্ষী বাহিনীর দল ট্রাক দুটিকে আটক করে ত্রিপাল দিয়ে ঢাকা ওই গরুগুলি উদ্ধার করে৷
পুলিশের তদন্তকারী অফিসার জানান, গরুগুলি গোলাঘাটের বিভিন্ন এলাকা থেকে চুরি করে মেরাপানি হয়ে নাগাল্যান্ডে পাচার করার পরিকল্পনা ছিল তস্করদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *