বিশ্ব আদিবাসী দিবস পালন করেছে প্রদেশ কংগ্রেস

আগরতলা , ৯ আগস্ট : আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে তিনদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে প্রদেশ কংগ্রেস।এরই অঙ্গ হিসেবে আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের সমস্ত আদিবাসী নেতৃত্বের উপস্থিতিতে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়েছে।

এদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা বলেন,ওই অনুষ্ঠানে এ রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর যতগুলি প্রতিনিধি আছেন তাদের সম্মাননা প্রদান করা হবে।পাশাপাশি তাদের সংস্কৃতি ও ঐতিহ্য এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করা হবে।