আগরতলা,৯ আগস্ট: ত্রিপুরায় ৪ ও ৬ লেন রাস্তার কাজ সহ অন্যান্য বিষয়ে কর্ম পরিকল্পনা এবং অগ্রগতি সম্পর্কে রাজ্য সভায় কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এই বিষয়ে বিশদে সাংসদের প্রশ্নের উত্তর দেন মন্ত্রী নিতিন গড়করি। তিনি জানিয়েছেন, উত্তর- পূর্ব রাজ্যগুলির প্রকল্পগুলি সাধারণত মন্ত্রক তার আন্যন্য নির্বাহক সংস্থা যেমন NHIDCL, বর্ডার রোড অর্গানাইজেশন, পি ডব্লিউ ডিস এর মাধ্যমে গ্রহণ করে। ২০২৬ কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা রাজ্যে ২৫ কিমি দূরত্বের একটি রাস্তা নির্মিত হচ্ছে NHIDCL এর আওতায়। তিনি আরও বলেন, মন্ত্রক ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের সরকার থেকে রাস্তা সংস্কার, পুনর্নির্মানের আর্জি পেয়েছে। গোটা বিষয়গুলিকে কেন্দ্রীয় সড়ক মন্ত্রক গুরুত্ব সহকারে দেখছে বলে জানিয়েছেন মন্ত্রী।
2023-08-09