ফিলিপিন্সে ৫.৪ তীব্রতার ভূমিকম্প, কোনও ক্ষয়ক্ষতির খবর নেই

ম্যানিলা, ৯ আগস্ট (হি.স.): হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪। বুধবার সকালে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, বুধবার ৫.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় ফিলিপিন্সের মিনদানাও অঞ্চলে।ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায়। ফিলিপিন্সের সিসমোলোজি সেন্টার অবশ্য জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে, কম্পনের জেরে উৎসস্থলে বসবাসকারী মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।