নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তরের অন্তঃস্থল থেকে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একইসঙ্গে দুর্নীতি, বংশবাদ ও তোষণকে ভারত ছাড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী মোদী বুধবার সকালে টুইট করে লিখেছেন, “ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী মহানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলন ভারতকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে একটি বড় ভূমিকা পালন করেছিল। এখন ভারত এক কণ্ঠে বলছে: দুর্নীতি ভারত ছাড়ো। বংশবাদ ভারত ছাড়ো। তোষণ ভারত ছাড়ো।”
2023-08-09

