নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): সরকার বিরোধীদের কথা শুনতে প্রস্তুত নয়। অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি অভিযোগ করেছেন, “আমাদের উদ্দেশ্য ছিল যখন সংসদে মণিপুর নিয়ে বিশদ আলোচনা হবে তখন কিছু বিবরণ বেরিয়ে আসবে। প্রধানমন্ত্রী সংসদে আসতে প্রস্তুত নন। সরকার আমাদের কথা শুনতে প্রস্তুত নয়। প্রতিবাদ স্বরূপ আমরা সংসদ থেকে ওয়াক আউট করব।”প্রসঙ্গত, মণিপুর ইস্যুতে বুধবারও উত্তাল হয়েছে সংসদ। সংসদের উচ্চকক্ষ দফায় দফায় মুলতুবি হয়ে যায়। কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এদিন রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সাংসদরা।
2023-08-09

