কলকাতায় শুরু জি-২০ দুর্নীতি-বিরোধী কার্যকরী গোষ্ঠীর বৈঠক

কলকাতা, ৯ আগস্ট (হি. স.) : বুধবার কলকাতায় শুরু হল জি-২০ দুর্নীতি-বিরোধী কার্যকরী গোষ্ঠীর বৈঠক। ১১ আগস্ট পর্যন্ত তিনদিন ব্যাপী চলবে এই বৈঠক। এর পরই হবে জি-২০ দুর্নীতি-বিরোধী মন্ত্রিসভার বৈঠক। কলকাতাতেই এই বৈঠক হবে আগামী ১২ অগস্ট।

ভারতের সভাপতিত্বে আগামী মাসেই নয়া দিল্লিতে বসতে চলেছে জি-৩০ শীর্ষবৈঠক। তার আগে কলকাতায় বসল দুর্নীতি-বিরোধী ওয়ার্কিং গ্রুপ (এসিডব্লুজি)ও দুর্নীতি-বিরোধী মন্ত্রিসভার বৈঠক। ভারতের সভাপতিত্বে জি-২০ সামিটের প্রাক্কালে এটাই জি-২০ দুর্নীতি-বিরোধী ওয়ার্কিং গ্রুপের তৃতীয় ও শেষ বৈঠক। তিনদিন ব্যাপী চলা এই বৈঠকের পরই হবে জি-২০ দুর্নীতি-বিরোধী মন্ত্রিসভার বৈঠক। কলকাতাতেই এই বৈঠক হবে আগামী ১২ আগস্ট। এটা দুর্নীতি-বিরোধী মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক।

জি-২০ দুর্নীতি-বিরোধী ওয়ার্কিং গ্রুপের প্রথম দুটি বৈঠক হয়েছিল যথাক্রমে গুরুগ্রাম এবং ঋষিকেশে। এই দুটি বৈঠকে আন্তর্জাতিকভাবে দুর্নীতি-বিরোধী কার্যসূচিকে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যমত্য তৈরি করতে সক্ষম হয়েছিল ভারত। যার মধ্যে রয়েছে, দুর্নীতি-দমনের ব্যাপারে জন্য অপরাধী শনাক্তকরণ, তদন্ত এবং বিচার চালানো, দেশীয় দুর্নীতি-বিরোধী প্রাতিষ্ঠানিক কাঠামোর শক্তিশালীকরণ, পলাতক অর্থনৈতিক অপরাধীদের প্রত্যর্পণ এবং এই ধরনের অপরাধীদের সম্পদ পুনরুদ্ধার।

সূত্রের খবর, এবার কলকাতায় হতে চলা এসিডব্লুজি-র বৈঠকে এই সমস্ত কার্যসৃচির বাস্তবায়ন কীভাবে সম্ভব, তা নিয়ে আলোচনা হচ্ছে।

কলকাতায় আয়োজিত এসিডব্লুজি-র বৈঠকে জি-২০-ভুক্ত ১০টি আমন্ত্রিত দেশের ১৫৪-র বেশি প্রতিনিধি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি আমন্ত্রিত হয়েছেন। তিনদিন ধরে চলা এই বৈঠক শেষে আগামী ১২ অগস্ট জি-২০-র দুর্নীতি বিরোধী মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করার কথা ডা. জিতেন্দ্র সিং। তিনি একাধারে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী, জন-অভিযোগ এবং পেনশন, পারমাণবিক শক্তি এবং মহাকাশ দফতরের মন্ত্রী।

দুর্নীতি দমনের ব্যাপারে এই বৈঠকে যোগদানকারী জি-২০ অন্তর্ভুক্ত বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা সহ মহিলা গোষ্ঠী, ব্যবসায়িক গোষ্ঠী, নাগরিক সমাজ-সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের থেকে মতামত নেওয়া হবে। তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক প্রচেষ্টাকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভারতের সভাপতিত্বে জি-২০-র এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *