নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে সংসদ চত্বর ধর্ণা প্রদর্শন করলেন বিজেপি সাংসদরা। বুধবার সকালে হাতে প্ল্যাকার্ড নিয়ে সংসদ চত্বরে ধর্ণা দেন বিজেপির সাংসদরা। “দুর্নীতি ভারত ছাড়ো”, ”বংশবাদ ভারত ছাড়ো”, “তুষ্টিকরণ ভারত ছাড়ো”-এই সমস্ত স্লোগান দিতে থাকেন বিজেপি সাংসদরা।এই ধর্ণা প্রদর্শন প্রসঙ্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, “এই ৭৫ বছরে কংগ্রেস ও কংগ্রেস দ্বারা সমর্থিত দল দেশকে তিনটি জিনিস দিয়েছে, যা দেশকে তিমির মতো খেয়ে ফেলছে। বংশবাদ… তাঁদের বিরুদ্ধে বাতাবরণ তৈরি করার সময় এসেছে, কারণ গণতন্ত্র জনগন, সাধারণের জন্য। দ্বিতীয় প্রশ্নটি দুর্নীতি নিয়ে। তৃতীয়টি হলো তোষণের বিষয়ে- সংখ্যালঘুদের বিভ্রান্ত করে ভোটব্যাংকের রাজনীতি করা হচ্ছে এবং তারা দেশে নীতি বাস্তবায়ন হতে দিচ্ছে না।
2023-08-09

