হাফলং এলেন অসমের রাজ্যপাল কাটারিয়া, চলছে দফায় দফায় প্রশাসনিক বৈঠক

হাফলং (অসম), ৯ আগস্ট (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে আজ বুধবার দুপুরে ডিমা হাসাও জেলা সদর হাফলং এসেছেন অসমের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। আজ সকালে গুয়াহাটি রাজভবন থেকে বেরিয় গুয়াহাটি স্টেশনে আসেন তিনি। এর পর সকাল ৬-টা ৪৫ মিনিটের গুয়াহাটি-বদরপুর ভিস্টাডম ট্যুরিস্ট বিশেষ ট্রেনে রওয়ানা হয়ে দুপুর ১২টা নাগাদ নিউহাফলং স্টেশনে পৌঁছেন রাজ্যপাল।নিউহাফলং স্টেশনে রাজ্যপালকে স্বাগত জানিয়েছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা ও জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা।

রেল স্টেশন থেকে সড়কপথে হাফলং আবর্ত ভবনে এসে প্রথমে জেলার সাধারণ ও পুলিশ প্রশাসন এবং আসাম রাইফেলস, সিআরপিএফ সহ অন্য নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে জেলার সর্বশেষ আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেন রাজ্যপাল কাটারিয়া। এর পর হাফলং আবর্ত ভবনে বিভিন্ন দল-সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেছেন রাজ্যপাল গুলাবচাঁদ।ওই বৈঠক শেষ করে বেলা তিনটা নাগাদ রাজ্যপাল উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে গিয়ে ডিমা হাসাওয়ে চলমান বিভিন্ন উন্নয়নমূলক সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন রাজ্যপাল। ওই বৈঠকে ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, পার্বত্য পরিষদের অধ্যক্ষ রাণু লাংথাসা, প্রধানসচিব টিটি দাওলাগাপু এবং পার্বত্য পরিষদের অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।

আগামীকাল বৃহস্পতিবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সচিবালয়ের পাশে সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরের প্রতিমূর্তির উন্মোচন করবেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। তার পর তিনি হাফলং সিভিল হাসপাতাল পরিদর্শন করার পাশাপাশি হাসাপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। আগামীকালই রাত ১০টা নাগাদ রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া আগরতলা-ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেসে গুয়াহাটির উদ্দেশ্যে ফিরে যাবেন।