আগরতলা, ৯ আগস্ট: মণিপুরে জাতিগত হিংসা এবং মহিলাদের উপর বর্বরতার প্রতিবাদে বুধবার এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে আদিবাসী কংগ্রেস। এদিন মিছিলটি শুরু হয়েছে রাজধানীর মুক্তধারা প্রাঙ্গণ থেকে।মিছিল শহরে বিভিন্ন পরিক্রমা করে।
এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন,মণিপুরের ঘটনা সমগ্র মাতৃজাতির চরম অপমান এবং মানব সভ্যতার লজ্জার বিষয়।তাঁর অভিযোগ,মনিপুর জ্বলছে, প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলার সময় নেই।তিনি নির্বাচনে প্রচারে ব্যস্ত।মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করার দাবি জানিয়েছেন তিনি।