সারা দেশের সাথে রাজ্যেও পালিত আমার মাটি আমার দেশ কর্মসূচি

আগরতলা,৯ আগস্ট: আমার মাটি  আমার দেশ” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে ৯ আগস্ট থেকে সারা দেশব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। এই কর্মসূচি চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। দেশের সকল পঞ্চায়েত থেকে মাটি নিয়ে অমৃত বাটিকা বানানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অমৃত কলসে বিভিন্ন পঞ্চায়েত থেকে বাটিকার মাটি সংগ্রহ করে রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হবে। বুধবার আগরতলা পুর নিগমের  ১৬ নং ওয়ার্ড অফিসে আয়োজিত অনুষ্ঠানে অমৃত কলসে বাটিকার মাটি সংগ্রহ করেন মেয়র তথা ১৬ নং ওয়ার্ডের কর্পোরেটর দীপক মজুমদার। পরবর্তীতে বৃক্ষরোপণ করেন তিনি। পুর নিগমের প্রতিটি ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করে নিয়ে যাওয়া হবে পুর নিগমে তারপর সেই মাটি যাবে দিল্লিতে।

মেরি মিটটি মেরা দেশ। মিটটি কো নমন বীরো কা বন্ধন। এই কর্মসূচির অঙ্গ হিসাবে বুধবার আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ড থেকে কলসিতে করে মাটি সংগ্রহ করা হয়। পরে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলাররা মাটির কলসি গুলি তুলে দেন নিগমের মেয়রের হাতে।নিগমের মেয়র দীপক মজুমদার জানান ২৪ আগস্ট মাটির কলসি গুলি দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। পরে নিগমের মেয়র দীপক মজুমদার জানান মেরি মাটি মেরা দেশ। মিট্রি কো নমন বীরো কা বন্ধন কর্মসূচির মুল উদ্দেশ্যে হচ্ছে সকল অংশের মানুষের মধ্যে রাষ্ট্র ভাবনা জাগ্রত করা। নিগমের বিভিন্ন ওয়ার্ড থেকে সংগ্রহ করা মাটি গুলি ২৪ আগস্ট দিল্লির উদ্দেশ্যে নিয়ে জাওয়া হবে বলে জানান তিনি। এইদিন পুর নিগমের প্রতিটি ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করা হয় কলসিতে করে। এই মাটি সংগ্রহ কর্মসূচিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *