ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৬৬ হাজারের কাছাকাছি পৌঁছল সেনসেক্স

মুম্বই, ৭ আগস্ট (হি.স.) : সপ্তাহের শুরুতেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। সোমবার একদিনে ২৩২.২৩ সূচক বেড়ে ফের ৬৬ হাজারের কাছাকাছি পৌঁছেছে সেনসেক্স। আর ৮০ পয়েন্ট পেয়ে ১৯,৬০০ সূচকের কাছাকাছি পৌঁছে গিয়েছে নিফটি।

গত শুক্রবার ৬৫ হাজার ৭২১ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে দেড়শো পয়েন্ট বাড়তি নিয়ে শুরু হয় লেনদেন। তার পরে দিনভর চলে চড়াই উতরাই। কখনও নিচের দিকে নেমেছে সেনসেক্স। পরক্ষণেই উপরের দিকে উঠেছে। এক সময়ে ৬৬ হাজারের গণ্ডিও ছাড়িয়ে যায়। তবে বেলা তিনটে নাগাদ সেনসেক্স সামান্য কমে ফের ৬৫ হাজারের গণ্ডিতে পৌঁছয়। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,০৬৭.৯০ এবং সর্বনিম্ন ৬৫ হাজার ৭৪৮ দশমিক পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৬৫,৯৫৩.৪৮ পয়েন্টে।

এদিন বাজারে বড়সড় ধাক্কা খেয়েছে ব্যাঙ্কিং ক্ষেত্র। অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার দর কমেছে। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, বাজাজ অটো, টাটা মোটরসের শেয়ারমূল্য আগের দিনের তুলনায় কমেছে। তার মধ্যে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের শেয়ারমূল্য কমেছে ২.৮৯ শতাংশ। লাভের মুখ দেখেছে আদানি পোর্ট, এসবিআই লাইফ ইনসিওরেন্স, এলটিআই মাইন্ডট্রি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *