আগরতলা, ৭ আগস্ট : ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ অফিসলেনস্হিত শিক্ষা ভবনে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে টিএসইউ।
সংগঠনের জনৈক নেতার অভিযোগ, রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে ককবরক বিষয় চালু আছে। কিন্তু অধিকাংশ বিদ্যালয়ে ককবরক শিক্ষক নেই। তাই তাঁদের দাবি, অতিসত্বর ককবরক ভাষার বিকাশের গুরুত্ব দিয়ে শিক্ষক নিয়োগ করা হোক।
তিনি আরও অভিযোগ করেন, জাতীয় শিক্ষা নীতি ২০২০ রাজ্যের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাগু করা হয়েছে। যার ফলে ছাত্র ছাত্রীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।তাই তাদের দাবি, অতিসত্বর জাতীয় শিক্ষা নীতি বাতিল করা হোক।

