বিশ্ব পুলিস এবং ফায়ারম্যান অ্যাথলেটিক্সে মাধুমিতার ২টি সোনা সহ ৫টি পদক জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।।ইতিহাস গড়লেন অ্যাথলিট মধুমিতা দেব। বিশ্ব পুলিস এবং ফায়ারম্যান অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। আসরে দুটি স্বর্ণ সহ মোট ৫ টি পদক জয় করলেন রাজ্যের গর্ব ওই অ্যাথলিট-‌টি। এদিন ২০০ মিটার স্প্রিন্টে চূড়ান্ত প্রস্তুতি সেরে স্ল্যাগস আর রানিং সু পরে নেমে পড়ল  সাত নম্বর লেনে। স্টার্টার গান ফায়ারের সাথে সাথেই উল্কার গতিতে বেড়িতে পরল চূড়ান্ত সীমা স্পর্শ করার লক্ষ্যে। দুর্ভাগ্য এক চুলের জন্য সোনা হাত ছাড়া। রূপা পেয়েই ক্ষান্ত থাকতে হলো তাঁকে।  তখনও ৪×৪০০ মি. রিলে বাকি। ছোট বেলা থেকেই শুনাইয়ের (‌মধুমিতা-‌র ডাক নাম)‌ অদম্য জিদ কঠোর পরিশ্রমী আর অদম্য ইচ্ছা শক্তি। রিলেতে সোনা জিৎবোই। দৌড় শুরু করে সোনার পদকও জয় করলেন। বিরপাল, বিজয়া, শিবানী আর ফিনিশ করলেন মধুমিতা। বেটন হাতেই জয়োল্লাস ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রাক্তন ওই ছাত্রীটির। বিশ্ব পুলিশ ও ফায়ার প্রতিযোগিতায়-২০২৩ দুইটি সোনা, দুইটি রূপা ও একটি ব্রোঞ্জ সহ মোট পাঁচটি পদক তুলে নেয়  সোনার মেয়ে রতিয়ার মধুমিতা দেব। সোনার মেয়েকে অভিনন্দন জানালেন তাঁর প্রাক্তন কোচ স্বপন সাহা এবং প্রনব অখন্ড। এছাড়াও অভিনন্দন জানালেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং প্রশিক্ষক-‌রা। ‌