নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): লোকসভায় ইতিমধ্যেই পাশ হয়েছে, এবার রাজ্যসভাতে দিল্লি সার্ভিস বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাজ্যসভায় ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লির সরকার (সংশোধনী) বিল, ২০২৩ পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল নিয়ে আলোচনার সময় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি।
রাজ্যসভায় এদিন অভিষেক বলেছেন, “যেভাবেই হোক নিয়ন্ত্রণ করা, এটাই বিজেপির দৃষ্টিভঙ্গি। এই বিলটি সম্পূর্ণ অসাংবিধানিক, এটি মৌলিকভাবে গণতন্ত্রবিরোধী, এবং এটি দিল্লির জনগণের কণ্ঠস্বর এবং আশা-আকাঙ্ক্ষার উপর সম্মুখ আক্রমণ। এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সমস্ত নীতি, সিভিল সার্ভিস দায়বদ্ধতার সমস্ত নিয়ম এবং সমাবেশ-ভিত্তিক গণতন্ত্রের সমস্ত মডেল লঙ্ঘন করে।”

